মৃত্যুর আগে সুষমার শেষ টুইট কাশ্মীর নিয়ে

সদ্য প্রয়াত ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মৃত্যুর মাত্র তিন ঘণ্টা আগে কাশ্মীর ইস্যুতে টুইট করেছিলেন। ওই টুইটে কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার করায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান তিনি।

 ওই টুইটে সুষমা লেখেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অশেষ ধন্যবাদ। এই দিনটি দেখার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি।

প্রসঙ্গত, ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালন করা সুষমা মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যার পর নয়াদিল্লির এআইআইএমএস হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে কংগ্রেস।

Post a Comment

0 Comments